ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটুক্তি করা হয়েছে। এ ঘটনায় গত কয়েকদিন ধরে ঝিনাইদহে জানাজানি হওয়ার পরে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
তার অফিসে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে সরকারের কয়েকটি গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। জানা গেছে, ঝিনাইদহ গণপূর্ত নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন তার ফেসবুক আইডিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব, পুলিশ, আমলা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ সবাইকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। ১৩ মার্চ একই সময় তার আইডিতে তিনি বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকের সম্পাদককে নিয়ে কটুক্তিমূলক নাস্তিক ও ইহুদীদের দালাল বলে সম্বোধন করেন।

অভিযোগ রয়েছে, তিনি নিজেকে ইতিমধ্যে জামায়াতের লোক হিসাবে পরিচয় দিয়েছেন। এত সব বির্তকিত কর্মকান্ডের কারণে কিভাবে তিনি উচ্চপদে চাকুরি করেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এব্যাপারে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন ফেসবুক আইডি তার নিজের বলে স্বীকার করে জানান, কেউ আমার আইডি হ্যাক করে এটি করেছে। ব্যস্ততার কারণে এই কথাগুলি আমার আইডি থেকে মুছে দেওয়া সম্ভব হয়নি। সময় পেলে কথাগুলো মুছে দিব। নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সম্প্রতি রাজবাড়ী জেলা থেকে ঝিনাইদহে যোগদান করেছেন। তার বাড়ী কুষ্টিয়া জেলায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।