ঝিনাইদহের মহেশপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজে হামিদুর রহমান জাদু ঘরে তার আতœার মাগফেতার কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের আয়োজনে হামিদুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং এস বিকে ইউপি চেয়ারম্যান আরিফান চৌধুরী নুথান,এসবিকে ইউনিয়ন আ,লীগের সভাপতি নুরুল ইসলাম, এসবিকে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, হামিদুর রহমানের ছোট ভাই বজলুর রহমান,এলাকার সুধি জনসহ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।