অধস্তন আদালতেরবিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশে ১৩ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিধিমালা গেজেট আকারেপ্রকাশে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত প্রধানবিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচবিচারপতির আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।অধস্তন আদালতেরবিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে আরওতিন দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওই গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষেঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার আরও সময় চাইলেদায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞারনেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ তা মঞ্জুর করে বুধবার পর্যন্তসময় দেয়।এর আগে গত ৩ ডিসেম্বর আপিল বিভাগ ওই গেজেটপ্রকাশের জন্য ১০ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল। তারধারাবাহিকতায় বিষয়টি রোববার আপিল বিভাগে আসে।শুনানিতেদাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, হয়ে যাচ্ছে, কাজচলছে।পরে আদালত ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়। আদালত শীতকালীনঅবকাশে যাওয়ার আগে ১৩ ডিসেম্বরই শেষ কর্মদিবস। নতুনববছরের ১ জানুয়ারি আদালত খুলবে।