সংযোমীত যৌবন।
————-
মধ্যরাতের জ্যোৎস্নায় জেগে থাকা তারাগুলি মেঘের আড়ালে ঘুমে আচ্ছন্ন,
দু’চারটে জোনাক এদিক ওদিক জ্বলছে।
মাতাল করা স্নিগ্ধ হওয়া
আকণ্ঠ ভালো লাগার পরশ বুলিয়ে,
শিহরণ জাগিয়ে শরীরকে নাচাচ্ছে।
ভালোলাগার আবেশে আচ্ছন্ন শরীরে আজ ভালোবাসার জোয়ার এসেছে,
ক্ষুধা ক্লিষ্ট ঘুমন্ত দানব আজ যেগেছে গঙ্গা জলে নিজেকে ভিজিয়ে আত্ম শুদ্ধ করতে।
উষ্ণতার ছোয়ায় পূর্ণ যৌবন পেয়ে
সে দাপিয়ে বেড়াচেছ অন্দরমহল।
কিন্ত তার বাহক বিবেকবোধে আচ্ছন্নদৃষ্টি নিয়ে
আগামী সূর্যের প্রতিক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ,
পারেনি সে অবাধ্য নেড়ি কুত্তা হতে
পারেনি অবৈধ সুযোগ সন্ধানী নরপিশাচ হতে।
==============
জাহিদ শরীফ নাসিম
ঢাকা : ২৪-১২-২০১৭ ইং।