মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, আমাদের দেশে পোশাক শিল্পে আন্তর্জাতিক প্রতিযোগী রয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। কিছু শ্রমিক আছে যাদের আপনারা চেনেন না, তারা শ্রমিক প্রতিনিধি হিসেবে ঘনঘন বিদেশ যায় এবং তারা বিমানের বিজনেস ক্লাসে ভ্রমন করেন। তারা বিশ্বে বিভিন্ন দেশে কনফারেন্সে যায়। এগুলো নিঃসন্দেহে রহস্যজনক। তথাকথিত শ্রমিক নেতাদের ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে। দেশে নাশকতারোধেও সরকারের নজরদারি আছে। তবে এ ব্যাপারে আরো নিবিড়ভাবে নজরদারি থাকা প্রয়োজন।

মন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকায় মঙ্গলবার দুপুরে ব্লেসিং নিটওয়্যার লিমিটেড নামের কারখানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন।

এরআগে মন্ত্রী ফিতা কেটে ব্লেসিং নিটওয়্যার লিমিটেড নামের কারখানাটি উদ্বোধন করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিমুল কবির প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সিকদার, ইউএনও মো. সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।