দেশের হাসপাতালগুলোতে কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বৃহস্পতিবার ‘ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্প্রসারণ এবং আধুনিকায়ন সংক্রান্ত মডেল’ দেখার সময় এ নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্যই সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ কাঙ্খিত চিকিৎসা সেবাটা পেতে পারে। শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক চিকিৎসা সেবার সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কতৃর্পক্ষকে নির্দেশ দেন।

তিনি বলেন, সরকার আধুনিকায়নের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে নতুন রূপ দিতে চায়। যেখানে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত খোলা জায়গা থাকবে।অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবার সরকারে থাকার সময়ে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনার কথাও জানান তিনি।