আমন্ত্রণ ঐক্যের।।
***************

রাজনীতি কি শুধু মিথ্যা আর নীতিহীনতা,
না কোন দূর্নীতির পথ,বা অসুস্থ ক্ষমতার প্রতিযোগিতা?
চারিদিকে এত মিথ্যা,এত অত্যাচারীর ছড়াছড়ি,
রাজনীতি করা পেশাদারি, নাকি আর্থিক উন্নতির কারবারি?
হয়ত বা তাই,যার তরে মানবতা বিরহে করেছিল ক্রন্দন,
চেয়েছিল ছেড়ে রাজনীতি, জাগাতে মানবতায় জীবনের স্পন্দন।
নই নেতা,নই ক্ষমতাধর, আমি এক আমজনতা,
তবু আজ মোর দীপ্ত ঘোষণা, জাগো জনতা করো নব স্বাধীনতা।
অস্ত্র ছাড়াই যুদ্ধ চলিবে,হবেই জনতার মুক্তি,
জনতা গড়িবে ঐক্য,এটা তাদের শক্তি।
শোষক হবে ভেঙে চুরমার,রুদ্ধশ্বাসে ছাড়িবে বেশ,
নির্যাতনকারী দুর্নীতিবাজ হবে রুদ্ধ, চামচা ছাড়িবে দেশ।
আমজনতা বাধে যদি ঐক্য,নিয়ে আসে বিপ্লব,
ভীরু,দূর্বল যদি না জাগে,স্বাধীনতা পাওয়া নয় কভু সম্ভব।
আঘাতের ভয়ে গৃহবন্দী যে অভাগী,হয়েও নির্যাতিতা,
নির্যাতকের মুখে পদাঘাত না করলে,কে হবে তাদের ত্রাতা?
পুঞ্জিভূত ক্ষোভ জ্বালায় যখন হৃদয় বেদনাতূর,
ঐক্যজোট আনে শান্তি, করে যত বিদ্বেষ দূর।
জনতার দম বিপ্লবীর কামান,অসহায়ের প্রতিবাদী গর্জন,
শুদ্ধ করিবে রাজনীতি,তাই তো করি ঐক্যজোটের আমন্ত্রণ।।

ঢাকা:০৮/০২/২০১৮ ইং।
জাহিদ শরীফ নাসিম।