মস্কো বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়ার সারাতভ এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, উড়োজাহাজটির ৭১ আরোহীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা কর্মকর্তাদের। রাশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচল করা এএন-১৪৮ উড়োজাহাজটি রোববার মস্কোর ডোমোডেডোভো বিমানবন্দর থেকে পাহাড়ি অঞ্চল উরালসের ওলস্ক শহর যাচ্ছিল। উড়াল দেওয়ার ১০ মিনিটের মাথায় মস্কো উপকণ্ঠে রামেনস্কাই জেলার কাছে সেটি রাডার থেকে হারিয়ে যায়। জেলার আরগুনোভো গ্রামের বাসিন্দারা জানান, তারা আকাশ থেকে উড়োজাহাজের জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখেছেন।