স্পর্শ–আমেনা ফাহিম

তুমি যখন প্রশ্ন করো
কেমন আছ?
উত্তর দিবো বলেই
মৃদু হাসি
কলমের কালি দিয়ে
লিখেও ফেলি
ভাল আছি,,,,,
তুমি কেমন আছ?
হয়ত ভাল আছ,,,
হয়ত বা নেই,,,,,,,
হয়ত আমারি মত
বাঁকা ঠোটে
মৃদু হাসি চেপে বলো,,,,,,,,
ভাল আছ।।
অভিনয়ের মঞ্চে নিজেকে
আজকাল,,,,,,
বড্ড বেশি অচেনা লাগে
এই আমি,,,,
এই আমি কি সেই আমি
জানিনা,,,,,,,,
অভিনয় কাকে বলে
বুঝি না
তবুও আমি গুনি অভিনেত্রি,,,,
তুমি কি বুঝতে পার? হয়তবা।।।
কাল প্রহরে চৈত্রমাস,,,
প্রচন্ড ক্ষরা,,,,,,,,
জানি আমি
মেঘ আছে আকাশে
রাখালের বাঁশির সুরে
নাচবে,,,,,
দখিন হাওয়া,,,,
নাচবে কিশোরি
বৈশাখে সৃতির শহরে বসে,,,,,
আনমনে কিশোরি লিখবে
চৈত্রের খোলা চিঠি,,,,
তুমি কি!
পরেছ সেই চিঠি? হয়তবা।।
আজ পূর্ণ চাদঁ রবে
পাহাড় চুড়ায়,,,,
মদের গ্লাসে চুমুক দিবে
মাতাল যুবক,,,,
রমনীর কালো তিলে জমবে
মাদলের নেশা,,,,,,,
কৃষ্ণ বনে নামিবে আঁধার,,,,,,
শিউলির গন্ধে মাতিবে ধরণী
বড় সাধ হয়,,,,,,,,
তোমারও কি হয়? হয়তবা।।।।।।।
শেষ চিঠি তে,,,
তোমার হাতের স্পর্শ ছিল
অগোছালো,,,,,,,
চোখের জলের দাগ আমার
খুব চেনা,,,,,,,,,,
আমি জানি,,,,,,
তুমি শ্রাবন ঝড়ে বুনেছ
শব্দের মালা,,,,,,,,,,,,,
কেন বুঝনা,,,,,,,
বসন্তদিন বড়ই বিধুর,,
আমি যে গতকালের
বৈশাখী ঝড়
আমি যে আপন নীড়ে
নীড় হারা,,,,,
জানো কি?হয়তবা।।।।