জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এ শুনানি চলছে। এর আগে, গেল ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপিল আবেদনের জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামীকাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আদালতে হাজির করা সংক্রান্ত বিষয়ে আবেদনের শুনানিও আগামীকাল ধার্য করা হয়েছে।

সকাল ১১টায় রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। শুরুতেই দুদকের আইনজীবী এ মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করেন।অন্যদিকে বেগম জিয়ার আইনজীবী তার জামিন বাড়ানোর আবেদন করেন। যেহেতু, আসামি অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন এবং জামিনের আবেদন বিবেচনায় নিয়ে কাল পর্যন্ত বেগম জিয়ার জামিন বর্ধিত করে আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন করে বিচারক ডক্টর আখতারুজ্জামান।