ভারতের জম্মু ও কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার পর রাজ্যের কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে।এনডিটিভি জানায়, রোববার ভোররাতে দক্ষিণ কাশ্মিরের শোপিয়ান ও অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। অভিযানে ভারতের তিন সেনা নিহত ও আরো চার জন আহত হয়েছেন।

বিচ্ছিন্নতাবাদীদের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে।পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে চার বিক্ষোভকারী নিহত হয় বলে জানায় বিবিসি। আহতদের অনেককে শোপিয়ানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে অশান্ত কাশ্মিরে একদিনে এটিই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।কাশ্মিরের অনেক বেসামরিক নাগরিক বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেন, যারা ভারত থেকে কাশ্মিরের স্বাধীনতার জন্য লড়াই করছে।সংঘাত আরো ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় কাশ্মির ভ্যালির স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।১৯৮০ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার জন্য লড়াই করছে।