বৃহস্পতিবার বাকিংহাম প্রাসাদে কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন উদ্বোধনকালে তিনি বলেন, তার আশা যে কমনওয়েলথকে নেতৃত্ব দেয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটি চার্লস চালিয়ে নেবেন। গত কয়েক দশক ধরেই ৫৩ দেশের সংগঠন কমনওয়েলথের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে তিনি এখনো সংস্থাটির প্রধান হিসেবে কোনো উত্তরাধিকারী মনোনয়ন করেননি।

রানি বলেন, এটা আমার আন্তরিক চাওয়া যে কমনওয়েলথ ভবিষ্যত প্রজন্মের জন্য স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখবে। আর ১৯৪৯ সালে আমার বাবা যে গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলেন তা একদিন প্রিন্স অব ওয়েলস চালিয়ে নেবে। এদিকে, কমনওয়েলথের বিদায়ী সভাপতি মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট ইঙ্গিত দিয়েছেন, সদস্য দেশগুলোর নেতারা ৯২ বছর বয়সী রানির উত্তরাধিকারী হিসেবে তার ছেলে চার্লসকে মনোনয়ন দিতে যাচ্ছেন।

মাসকাট বলেন, তিনি নিশ্চিত যে দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে সোচ্চার চার্লস দায়িত্ব পেলে কমনওয়েলথকে মনেপ্রাণে নিরেট নেতৃত্ব দেবেন। শুক্রবার উইন্ডসর ক্যাসেলে বৈঠকে বসতে যাওয়া কমনওয়েলথ নেতারা রানির উত্তরাধিকারী মনোনয়ন নিয়ে আলোচনা করবেন।