মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং সদ্য নির্বাচিত পাকাতান হারাপান জোটের অন্যতম নেতা আনোয়ার ইব্রাহিমকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরদিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, আনোয়ার ইব্রাহিমকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণার প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন রাজা। শুধু তাই নয়, ক্ষমা ঘোষণার পরপরই তিনি কারাগার থেকে মুক্ত হয়ে রাজনীতিতে অংশ নিতে পারবেন। মাহাথির বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই আনোয়ার ইব্রাহিমের কাছে সরকার প্রধানের ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত বারিসান ন্যাশনালের এই নেতাকে মুক্ত করার অঙ্গীকার নিয়েই, এবারের নির্বাচনে বিরোধীজোটের প্রার্থী হয়ে নাজিব রাজাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহাথির।

গতকাল রাজার সঙ্গে আমাদের জোটের চার নেতার এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদেরকে আনোয়ার ইব্রাহিমের মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাকে পুরোপুরিভাবে ক্ষমা ঘোষণা করা হবে। ক্ষমতা ঘোষণার পরপরই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন এবং পুরোপুরি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দিতে পারবেন।