জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আপিলের উপর আজ মঙ্গলবার শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত। এর আগে মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরও শুনানির আবেদন করেন। এ আবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চ রায় ঘোষণা না করে দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন।

পরে শুনানি শেষ হওয়ায় প্রধান বিচারপতির নেৃত্বত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন।
এ সময় দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন প্রমুখ। এর আগে ৯ মে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের ওপর মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই আছেন বিএনপি চেয়ারপারসন। গত ১২ মার্চ হাইকোর্ট এ মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করলে দুদক ও রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। গত ১৯ মার্চ খালেদার জামিন স্থগিত দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ ৮ মে আপিলের শুনানি ধার্য করেন।