কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ির ২ নং ব্রীজ এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম আকতার কামাল (৪১)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য এবং একই এলাকার মৃত নজির হোসেনের ছেলে। টেকনাফের সাবরাং ইউপি’র চেয়ার‌্যান নুর হোসেন জানান, নিহত আকতার কামাল উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বড় বোন শামসুনাহারের দেবর। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী সিকদার বলেন, ‘আজ ভোরে ইয়াবার লেনদেনকে কেন্দ্র করে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীদের মধ্যে মেরিন ড্রাইভ সড়কে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকতার কামালের মরদেহ দেখতে পায়। এসময় সেখান থেকে ৩ হাজার ইয়াবা, ১টি দেশিয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ ও ৩টি খোসা উদ্ধার করা হয়।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ূয়া জানান, আকতার কামাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ৫ টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি ইয়াবা ও একটি মানবপাচার মামলা। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’