সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদাপায় অবলম্বন করা ও সহায়তার দায়ে কলেজ অধ্যক্ষ সহ ১৭ শিক্ষক-পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে ইলেক্ট্রনিক্স ডিভাইস পাওয়া যায় বলে থানা সুত্র জানায়।
শনিবার পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার অনুজা মন্ডল তাদের আটক করেন।

এদের মধ্যে সরকারি শহীদ বুলবুল কলেজ কেন্দ্র থেকে অধ্যক্ষ জর অধ্যক্ষ রেজাউল ইসলামসহ ও কয়েক শিক্ষক সহ ৮ জন, পাবনা জেলা স্কুল কেন্দ্র থেকে ২ জন, শহীদ ফজলুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন, পাবনা ইসলামিয়া কলেজ কেন্দ্র থেকে ৩ জন ও পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা। এ পরীক্ষা পাবনার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ওবাইদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হবে।