বিগত ২০১৭ সালের ব্যবসাসফল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। আসন্ন ঈদে ছবিটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। একই সঙ্গে অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে দীপংকর দীপন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবিটি। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বেসরকারি টিভি এটিএন বাংলায় দুপুর ৩টা ১০ মিনিটে ‘ঢাকা অ্যাটাক’ প্রচারিত হবে। এর কয়েক দিনের মধ্যে ছবিটি দেখা যাবে অনলাইনে।
এ প্রসঙ্গে ছবিটির মূল উদ্যোক্তা সানী সানোয়ার বলেন, ‘ঢাকা অ্যাটাক’ টিভিতে প্রচারের বিষয়টি অনেক আগেই ঠিক করা ছিলো। ঈদে দর্শকের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে টিভি পর্দায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। টিভিতে প্রচারের দুই একদিনের মধ্যে অনলাইনেও মুক্তি দেওয়া হবে ‘ঢাকা অ্যাটাক’। গত বছরের ৬ অক্টোবর আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটির ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই ছবিটি ব্যাপক সাড়া ফেলে। সবমিলিয়ে দেশের প্রায় ২০০ প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়। দেশের গ-ি পেরিয়ে বিদেশের মাটিতেও ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি দেওয়া হয়। সেখানেও এর সাফল্য অক্ষুণ্ণ থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে দাপিয়ে ব্যবসা করে ‘ঢাকা অ্যাটাক’।এর কাহিনী লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। শুভ-মাহি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, সৈয়দ হাসান ইমাম, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র ও তাসকিন রহমান।যৌথভাবে প্রযোজনা করেছে স্পø্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবারকল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।