গাজীপুরে বিদ্যুতের জাতীয় গ্রীড লাইনের টাওয়ারে উপর উঠে পড়া মানসিক প্রতিবন্ধি এক যুবকের পাগলামীতে শনিবার দিনভর দিশেহারা হয়ে পড়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৮ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যায় অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় তাকে। তবে যুবকটির নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকায় ব্রীজের পশ্চিম পাশে বিদ্যুতের দুই লাখ ৩০ হাজার ভোল্টের জাতীয় গ্রীড লাইনের টাওয়ারের উপরে উঠে পড়ে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধি এক যুবক। বৈদ্যুতিক টাওয়ারের প্রায় প্রায় ২৫০ ফুট উঁচুতে উঠে ওই যুবক পাগলামি শুরু করে। সে কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে নানা অঙ্গ ভঙ্গি করতে থাকে। এসময় সে কখনো গান গাইতে থাকে, আবার কখনো হাসতে থাকে। বিপদজনক বিদ্যুৎ সঞ্চালন ওই টাওয়ারের উপর তার পাগলামী দেখে শত উৎসুক জনতা সেখানে জড়ো হয়ে তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী পুলিশকে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে টাওয়ার থেকে নামানোর নানা চেষ্টা করতে থাকে। কিন্তু যুবকটি নীচে নেমে আসতে অস্বীকার করে। এদিকে বিদ্যুৎ সঞ্চালন থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরাও টাওয়ারের উপরে অনীহা প্রকাশ করে। দিনভর চেষ্টার সন্ধ্যায় নীচে খাবার রেখে মাইকে ঘোষণা দিয়ে নানা প্রলোভন দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। একপর্যায়ে প্রায় ৮ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে যুবকটিকে নীচে নেমে আসলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সমাপ্তি ঘটে। তবে যুবকটি নীচে নেমে আসার অচেতন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের চেষ্টায় যুবকটির জ্ঞান ফিরে আসে। মানসিক প্রতিবন্ধি ওই যুবকটির শারীরিক পুষ্টিহীনতা রয়েছে।