অবশেষে কথা দিয়ে কথা রাখলেন সাংসদ সেলিম ওসমান। বিগত কয়েক মাস পূর্বে নন্দিত এ সাংসদ ঘারমোড়া এলাকার একটি অনুষ্ঠানে হাজার হাজার জনতার উপস্থিতিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মসজিদ-মাদ্রাসা ও সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ১কোটি টাকা অনুদান দিবেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে তিনি শুক্রবার রাতে ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি মোটর সাইকেল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধণ ও এলাকাবাসীর সাথে মত বিনিময়কালে কোটি টাকা অনুদানের চেকসমূহ স্থানীয় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণের হাতে তুলে দেন। সাংসদের নির্দেশ অনুযায়ী চেয়ারম্যান দেলোয়ার প্রধাণ শনিবার ওই এলাকার মসজিদ-মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চেকগুলো হস্তান্তর করেন। এদের মধ্যে ঘারমোড়া সবুজ বাংলা ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি হুমায়ূন কবির এলিন,সাংগঠনিক সম্পাদক রমিজউদ্দিন বুলেট,যুগ্ম সম্পাদক ওমর ফারুক,ক্রীড়া সম্পাদক মোঃ মামুন,আনোয়ার হোসেন,কোষাধক্ষ্য চান মিয়া ১৫ লাখ ৩৯ হাজার ২শ’ টাকার চেক,ঘারমোড়া সমাজ উন্নয়ন সমিতির পক্ষে সাধাারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিনহাজউদ্দিন,সহ-সভাপতি ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন,সমাজ কল্যাণ সম্পাদক সেলিম মিয়া ৮ লাখ টাকার চেক,ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাটের জন্য ৭ লাখ ৫০ হাজার ৭শ’২০ টাকার চেক,ঘারমোড়া মাদ্রাসার পুকুর ভরাট ৯ লাখ ১৭ হাজার ২শ’৮০টাকার চেক,ঘারমোড়া কবরস্থানের পুকুর ভরাটের জন্য ৭লাখ ৭২ হাজার ৮শ’ টাকার চেক,ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের জন্য সভাপতি মাঈনুদ্দিন চেয়ারম্যান,সাধারণ সম্্পাদক আলী আজগর মাষ্টার,অর্থ সম্পাদক নাছের আহাম্মদ ১০লাখ টাকার চেক,চর ঘারমোড়া জামে মসজিদের জন্য সভাপতি আতিকুল্লাহ রতন,সাধারণ সম্পাদক লিয়াকত আলী,নুরুল হুদা ৫লাখ টাকার চেক,দক্ষিণ ঘারমোড়া পাক্কা জামেস মসজিদের জন্য সভাপতি মোঃ হাসমত আলী,সাধারণ সম্পাদক মোঃ শাহিন,জয়নাল আবেদীন,মোঃ মেহেদি ৫লাখ টাকার চেক,বিশ^নবী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি,শিক্ষানুরাগী লিয়াকত আলী ৫লাখ টাকার চেক,একতা সমাজ কল্যাণ সংসদের উন্নয়নের জন্য সাধারণ সম্পাদক মোঃ আসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল কাদের,সহ-সমাজ কল্যাণ মোহাম্মদ ওয়াহেদের হাতে ৭লাখ টাকার চেক তুলে দেয়া।