কোনও যৌক্তিক কারণ ছাড়াই আমাদের আর্থিক ব্যবস্থা গরিবদের আর্থিকসেবা থেকে বঞ্চিত করে এসেছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত সোমবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত ‘এসডিজি কস্টিং অ্যান্ড ম্যাক্রোইকোনমিক্স: স্পেন্ডিং নিড্স ফর অ্যাচিভিং সিলেকটেড এসডিজি’স’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি গরিব মানুষদের জন্য পৃথক অর্থায়ন ব্যবস্থার সুপারিশ করেন।

ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় মূল বক্তা হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনূস অর্থায়নের প্রাতিষ্ঠানিক দিকগুলো নিয়ে কথা বলেন। তিনি বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই অর্থায়নের পরিমাণ নয়, বরং যথাযথ মানুষের কাছে যথাযথ জায়গায় অর্থ পৌঁছানোই বড় কথা। বেকার তরুণদের উদ্যোক্তায় রূপান্তরিত করতে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিট্যাল ফান্ড সৃষ্টির আহ্বান জানান তিনি।ড. ইউনূস বলেন, টাকার ব্যবহার গুরুত্বপূর্ণ। বৈষম্য কমিয়ে আনা টেকসই উন্নয়নের একটি অন্যতম লক্ষ্য। অথচ পৃথিবীজুড়ে বৈষম্য প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে সে বিষয়ে আমরা কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছি না। অর্থায়ন বড় কথা নয়, যা গুরুত্বপূর্ণ তা হলো উপযুক্ত প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে টেকসই উপায়ে অর্থের প্রবাহটা গরিবদের দিকে চালিত করা। দানশীলতা শেষ পর্যন্ত গরিবদের কোনও উপকারে আসে না।সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশান্স নেটওয়ার্কের পরিচালক জেফরি সাচের আয়োজনে অনুষ্ঠানটি স্পন্সর করেন জাতিসংঘের উপ-মহাসচিব মিস আমিনা জে. মোহামেদ।