দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বাংলাদেশে বিনিয়োগ নিয়ে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চীন সরকারের সিআইটিআইসি কন্সট্রাকশন কোম্পানি বাংলাদেশের সড়ক, রেলপথ ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে নিয়োগে আগ্রহী। এ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে কোটি কোটি ডলারের অর্থায়ন নিয়ে আসছে তারা। সেমিনার শেষে ওবায়দুল কাদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের।

‘‘নয়াপল্টনের সহিংসতা প্রমাণ করে বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। বিএনপি-জামায়াতের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে যারা যোগ দিয়েছে তারা গণতন্ত্রের বেশে মূলত সাম্প্রদায়িক শক্তি।”

ওবায়দুল কাদের জানান, শরীক দলগুলোকে কত আসন দেয়া হবে তা এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে।