জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশের বিপক্ষে খালাস চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির হাইর্কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দায়ের করেন। আদালত সূত্রে জানা যায়, এ সপ্তাহেই হাইকোর্টের যেকোনো বেঞ্চে আপিল আবেদনটি শুনানির জন্য উত্থাপন হতে পারে।

২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর তিন আসামি হারিজ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানেরও একই দণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ওইদিন থেকেই কারাবন্দী আছেন সাবেক এ প্রধানমন্ত্রী।