আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করে আয় করেছে ১৩ কোটি ৭৪ লাখ। মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪৫৮০টি।  অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়নপত্র বিক্রি করেছে ৪০২৩টি। আয় করেছেন ১২ কোটি ৭ লাখ টাকা। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ৫৫৭টি ফরম বেশি বিক্রি করেছে বিএনপি।

জানা গেছে, বিএনপির মনোনয়ন ফরমের দাম ছিল ৫ হাজার টাকা ও জমা ফরম জমা দেয়ার সময় ২৫ হাজার টাকা জামানত নিয়েছে দলটি। অন্যদিকে আওয়ামী লীগও মোট ৩০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করেছে। ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর।  মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। পরে ঐক্যফ্রন্টের আবেদনের প্রেক্ষিতে সাত দিন পিছিয়ে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ৩০ ডিসেম্বর।