একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে ইসতিয়াক আহমেদ সৈকত। গত বুধবার তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দাগনভূঞা-সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের গত দুইবারের প্রার্থী ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার। ২০০৮ সালে চারদলীয় জোট প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছে হেরে যান তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে মহাজোট প্রার্থীকে ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার নৌকার মনোনয়ন চেয়ে বঞ্ছিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন বায়রার সাবেক এ চেয়ারম্যান। তিনি দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর আলীপুর হাই স্কুল এন্ড কলেজ ও আমিন উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি পদে রয়েছেন। গত বুধবার তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের কাছে মনোনয়নপত্র জমা দেন দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ।একই নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে ইসতিয়াক আহমেদ সৈকত। কানাডা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা সৈকত ২০০৩ সাল থেকে বাশার গ্র“প অব ইন্ডাষ্ট্রির এ ব্যবস্থাপনা পরিচালক ও বিটিএমইর পরিচালক পদে দায়িত্বে রয়েছেন। তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।