পাবনার সুজানগরে সুদের টাকা না পেয়ে কাশিনাথ হালদার (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাশিনাথ হালদার সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকায় মৃত সন্নাসী হালদারের ছেলে। মৃত কাশিনাথ হালদারের ছেলে মিলন হালদার জানান, ‘আমার বোনের স্বামী পতন হালদার একই এলাকার আবুল হাশেম নামের এক ব্যক্তির কাছ থেকে সুদে ১৫ হাজার টাকা নেয় বেশকিছুদিন আগে। এরপরে আমার বোনের স্বামী ভারত বেড়াতে গেলে অনেকদিন হয়ে যাওয়ায় এই সুদের টাকা বেড়ে দ্বিগুন হয় । আর এই টাকার জামিনদার হওয়ায় আমার বাবাকে উক্ত টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকে হাশেম। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে রোববার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বাবাকে প্রচন্ড মারধর করে হাশেম ও তার সহযোগী কালাম। পরে স্বজনরা কাশিনাথ হালদারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. মো.সাদী হাসনাইন রকি জানান, হাসপাতালে আনার আগেই কাশিনাথ হালদার মারা গেছে। সুজানগর সার্কেলের সহকারি পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ সোমবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো।