একাদশ জাতীয় সংসদের নির্বাচনের কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৮/১২/২০১৮ইং তারিখ রোজ শনিবার সকাল ৯.০০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন- দুর্নীতিবাজ, জঙ্গীবাদ আর দালাল এজেন্টরা জোট বেঁধেছে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জনগণ রুখবে তাদের। তিনি আরও বলেন-রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত হয়েছে আর্থসামাজিক খাতে অভূতপূর্ব অগ্রগতি। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, ডিজিটাইজেশন, এমডিজির লক্ষ্যসমূহ অর্জন, জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী ও উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন- রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় দেশ ও জাতিকে অতল খাদ থেকে উদ্ধার করে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন। তিনি আরও বলেন- বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ছিল তারুণ্যের উদ্দীপনা, তারুণ্যের দ্রোহ। তরুণরাই ছিল বাংলাদেশ বিনির্মাণের মূল যোদ্ধা, তরুনরাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের সাহসী সৈনিক। এবারে নির্বাচন হবে তারুণ্য নির্ভর নির্বাচন। তরুণ ও যুব বান্ধব রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে ফেসবুক, ইউটিউব ও অনলাইনসহ সোস্যাল মিডিয়ায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড যুবলীগের নেতা-কর্মীদের তুলে ধরার আহ্বান জানান। এসময় জেলা যুবলীগের নেতৃবৃন্দদের হাতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ১৩টি প্রচার পত্রের একটি করে ফোল্ডার তুলে দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন- আপনাদের দায়িত্বে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের প্রচার পত্রগুলো নিজ নিজ এলাকার সম্মানীত ভোটারদের নিকট পৌছে দিবেন।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, এড. বেলাল হোসেন, এড. মোতাহার হোসেন সাগর, আনোয়াররুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, আবু আহম্মেদ নাসিম পাভেল, ফজলুল হক আতিক, এমরান হোসেন খান, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।