নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মাহিয়া (৮) নামের এক মাদ্রাসাছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১০ জন। আজ শনিবার দুপুরে শিবপুর কলেজ গেট ধীমান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিয়া শিবপুরের মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। হামলাকারীরা এ সময় দলীয় কার্যালয়, একটি প্রাডো জিপ, ছয়টি গাড়ি ও ২০টি মোটরসাইকলে ভাঙচুর করে।

পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুরে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহী শতাধিক নেতাকর্মী ও গাড়িবহর নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে নেতাকর্মীরা নির্বাচনী সভা করছিলেন। এ সময় চারটি মাইক্রোবাসে করে মুখোশ পরা ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত হঠাৎ স্বশস্ত্র হামলা চালায়।

পুলিশ ও নেতাকর্মীরা আরও জানান, দুর্বৃত্তরা এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়, মোটরসাইকেল ও গাড়ি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নির্বাচনী ক্যাম্পের ওপর অবস্থিত শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহিয়া গুলিবিদ্ধ হয়। আহত হয় আরও ৯ জন। পরে মাহিয়াসহ আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মাহিয়াকে নরসিংদী জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত পথচারী এম এ সিদ্দিক কাঞ্চন বলেন, ‘আমরা রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হঠাৎ বৃষ্টির মতো গুলি শুরু করে মুখোশধারী একদল যুবক। তারা গাড়ি ও হোন্ডা ভাঙচুর করছিল। তখন মানুষ দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা চালায়। এ সময় মাদ্রাসার ভেতরে থাকা এক ছাত্রী গুলিবিদ্ধ হয়।’

শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মো. তছলমি উদ্দিন বলেন, ‘গোলাগুলির সময় মাহিয়া শ্রেণিকক্ষের বারান্দায় ছিল। সে একটি কক্ষ থেকে বারান্দা দিয়ে আরেকটি কক্ষে যাচ্ছিল। এ সময় সে গুলিবদ্ধি হয়।’

বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী বলেন, ‘পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী শনিবার দিনভর শিবপুরের মাছিমপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণায় যাচ্ছিলাম। হঠাৎ থানা পুলিশ বলল, সেখানে আওয়ামী লীগ প্রার্থী প্রচারণা চালাবে। বিএনপি নেতাদের সেখানে যাওয়া যাবে না। পরে মাছিমপুরের প্রচার বাতিল করে দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা করছিলাম। এ সময় হঠাৎ আমাদের ওপর হামলা। আমরা যতই সংঘাত এড়িয়ে চলি তারা ততবেশি আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমরা ভোট চাইতে পারছি না। ইসি ও সরকারের কাছে জানতে চাই, এর নাম কি লেভেল প্লেইং ফিল্ড? নির্বাচন উপলক্ষে এখন ভাড়াটে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বাজার জমজমাট হয়ে উঠেছে। কমেছে মানুষের নিরাপত্তা।’

হামলার বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে নেতাকর্মীরা কিছু জানাতে পারেননি।’