একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট সম্পন্ন করার লক্ষ্যে নাটোরে টহল শুরু করেছে সেনাবাহিনী।
আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর সদস্যদের নাটোর শহরে টহল দিতে দেখা যায়। গতকাল রোববার দুপুরে লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা আরিফের নেতৃত্বে বগুড়ার মাঝিড়া সেনানিবাস থেকে ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সদস্যরা নাটোরে আসে। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে তারা অবস্থান নেন। সেখান থেকেই তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।