গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জিল্লুর রহমান (৩৫)। সে বগুড়া জেলার আদমদিঘী থানার জিনুইর মধ্যপাড়া এলাকার মৃত মো. ইব্রাহীমের ছেলে।

কালিয়াকৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন মজুমদার ও স্থানীয়রা জানান, শনিবার ভোর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ও নওলা গ্রামে গরু চোরদের একটি দল ট্রাক নিয়ে হানা দেয়। তারা ওই দুই গ্রামের মোহন আলী ও শাহজাহানের বাড়ি থেকে ৬টি গরু চুরি করে। পরে তারা পার্শ্ববর্তী বরিয়াবহ গ্রামের আব্দুস সামাদের বাড়িতে হানা দিয়ে গরু চুরি করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জেগে উঠে। তারা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসীরা এগিয়ে আসে। পরে গ্রামবাসীরা জড়ো হয়ে গরু চোরদের ধাওয়া করে দু’জনকে আটক করে। তবে গরুচোর দলের অপর সদস্যরা ট্রাক ও গরু নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উত্তেজিত গ্রামবাসী আটক দু’জনকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতদের মধ্যে আনুমানিক ২৮ বছর বয়সের একজনের পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।