নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার তারাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সম্বুরপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা খাতুন ও পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।এ ছাড়া আমিন মিয়া, আকাশ মিয়া, আকলিমা বেগম ও রিংকুসহ ছয়জন আহত হয়। এলাকাবাসী আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যায় বলে জানান এসআই আব্দুস সামাদ।