একটি জাতীয় পরিচয়পত্র আসল নাকি নকল, তা পরীক্ষা করতেই লেগে যায় তিন থেকে পাঁচ কর্মদিবস। এতে ভোগান্তির পাশাপাশি জালিয়াতির সুযোগ থেকে যায়। এ সমস্যা দূরীকরণে সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে সার্ভার ‘পরিচয়’ (porichoy.gov.bd) চালু করছে সরকার।

আগামীকাল বুধবার বিকাল ৩টায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই সার্ভিসের উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পরিচয় হচ্ছে একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেজের সাথে সংযুক্ত। এটি এমন একটি এপ্লিকেশন প্রোগ্রামিং যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থা তার গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মতো ৩-৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে না।

বর্তমান প্রক্রিয়ায়, সরকারের বিভিন্ন সংস্থা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগইন করে জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে থাকে। আবার অনেক সংস্থা এনআইডি যাচাইও করে না, কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেসের অ্যাক্সেস তাদের নেই। কিন্তু ‘পরিচয় গেটওয়ে’ ব্যবহার করলে জাতীয় আইডি যাচাই করার জন্য তেমনটা আর দরকার হবে না। যে কোন প্রতিষ্ঠান সফ্টওয়্যারের মাধ্যমে ‘পরিচয় গেটওয়ে’ সার্ভারের সাথে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি সনাক্তের ফলাফল সাথে সাথেই অটোমেটিকভাবে পেয়ে যাবে।

আইসিটি মন্ত্রণালয় বলছে, এটি দেশের জনগণের জন্য এমন দুর্দান্ত সুবিধা আনবে। ব্যাংক একাউন্ট বা ডিজিটাল ওয়ালেট একাউন্ট খোলা বা যে কাজগুলোতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজনে এটা খুব উপকারী হবে। নিজের নাম নিবন্ধন করে যাচাইয়ের জন্য আর চার-পাঁচদিন অপেক্ষা করতে হবে না, ভোগান্তিও পোহাতে হবে না। গেটওয়েটি সাথে সাথেই জাল আইডিগুলি শনাক্ত করে জালিয়াতি প্রতিরোধেও সহায়তা করবে এবং পরিষেবাগুলোকে আরো নিরাপদ করবে।