কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের জালিয়ারদ্বীপ (জাইল্যারদ্বীপ) সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে না পারলেও ইয়াবা বহনের একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মিয়ানমার হয়ে একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সোহেল রানার নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে একটি নৌকাযোগে মিয়ানমার থেকে বাংলাদেশের তীরে দিকে আসতে থাকে। এ সময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকাটি নদীতে ডুবিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

মো. সোহেল রানা আরও জানান, পরে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।