আর্কটিক সাগরে অজ্ঞাত এক বিস্ফোরণে ৫ রুশ বিজ্ঞানী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ঘটে যাওয়া ওই বিস্ফোরণ নিয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ। তবে রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের জানিয়েছে, বিশেষজ্ঞরা একটি পরমাণু শক্তিচালিত ইঞ্জিনের পরীক্ষা চালাচ্ছিলেন। এর বেশি কোনো তথ্যই জানানো হয়নি। বিস্ফোরণে যে ৫ পরমাণু প্রকৌশলী রকেট বিস্ফোরণে নিহত হয়েছিলেন, তাদের কবর দেয়া হয়েছে মস্কোর ৩৭৩ কিলোমিটার পূর্বের সারভ শহরে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আর্কটিক সাগরে পানির ওপর এক প্ল্যাটফর্মে রুশ কর্তৃপক্ষ গোপন এক পরীক্ষা চালাচ্ছিল। সেই পরীক্ষাটি কোনো ধরণের অস্ত্র নিয়ে তা রুশ কর্মকর্তারা সুনির্দিষ্টভাবে বলছেন না। বিস্ফোরণের পর ৪০ মিনিট ধরে সেখানে হঠাৎ করে তেজস্ক্রিয় বিকিরণ বেড়ে গিয়েছিল।

শহরটির কর্মকর্তারা জানান, সেখানে তেজস্ক্রিয় বিকিরণ ঘণ্টা প্রতি দুই মাইক্রোসিয়েভার্ট বেড়ে যায়। তবে তারপর আবার এটি কমে যায়।