আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা গণভবনে শুরু হয়েছে। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়াদি আলোচনার পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়েও কী সিদ্ধান্ত আসে, তা জানতে সবার নজর এখন গণভবনে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়। দলের একাধিক সিনিয়র নেতা জানান, সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু ছাড়াও ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ইস্যুতে আলোচনা হতে পারে। তাদের নেতৃত্বে রাখা-না রাখা বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

তারা বলেন, পুরো বিষয়টি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চান তার ওপর নির্ভর করছে। তিনি না চাইলে আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা নাও হতে পারে। সভায় আওয়ামী লীগের সম্মেলন কবে হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।