মালির পূর্বাঞ্চলে ‘সন্ত্রাসী’ হামলায় ২৪ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৯ জন। মালির সেনাবাহিনীর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার মালি ও নাইজারের গাও সীমান্ত এলাকায় দুই দেশের যৌথবাহিনীর অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর নাইজারে ১৭ ‘সন্ত্রাসী’ নিহত ও ১০০ সন্দেহভাজনকে আটকের দাবি করেছে মালির সেনাবাহিনী।

দেশটিতে মাত্র কয়েক দিন আগেই একটি হামলায় ৫৪ সেনা নিহত হওয়ার পরই এমন হামলা হলো। সোমবার হওয়া এমন হামলার ব্যাপারে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। ওই ‘সন্ত্রাসী’রা কোন সংগঠনের তাও জানা যায়নি।

সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু পুড়ে যাওয়া মোটরসাইকেলের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হামলার ঘটনায় ৭০টি মোটরসাইকেল ধ্বংস হয়ে গেছে। ২০১২ সালের পর থেকেই মালি এমন সহিংসতার শিকার হচ্ছে।