গাজীপুরের কাপাসিয়ায় গুজব ছড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে বেশী দামে লবন বিক্রির অপরাধে পাইকারী ও খুচরা বিক্রেতাসহ দু’ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- কাপাসিয়া উপজেলার সালুয়ার টেকি এলাকার সুনীল সাহার ছেলে ভাইভাই ট্রেডার্সের মালিক রাজন সাহা (৩৭) ও একই উপজেলার টোকনয়ন বাজার এলাকার মৃত রুশমত এর ছেলে সোহেল ষ্টোরের মালিক সোহেল (২৮)। এদের মধ্যে রাজন সাহা পাইকারী বিক্রেতা এবং সোহেল খুচরা বিক্রেতা। তারা দু’জনই স্থানীয় টোকবাজারের ব্যবসায়ী।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কাপাসিয়ায় গুজব ছড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় টোক বাজারের পাইকারী বিক্রেতা রাজন প্রতিবস্তা লবন ৬০টাকা বেশী মূল্যে অর্থাৎ ৭২০ টাকা মূল্যের প্রতি বস্তা লবন ৮শ’ টাকা এবং খুচরা বিক্রেতা সোহেল প্রতি কেজি লবন ১০টাকা বেশী মূল্যে অর্থাৎ ১৫টাকা কেজি মূল্যের লবন ২৫ টাকা মূল্যে বিক্রি করছিল। এলাকাবাসীর এ অভিযোগের প্রেক্ষিতে টোক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দু’ব্যবসায়ীকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।