মুজিববর্ষে দেশের সব থানায় নতুন গাড়ি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ রোববার দুপুরে সিলেট পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যারাকের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে, যাতে পুলিশ সদস্যদের আবাসনের যে বড় সংকট আছে তা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে।’ জাবেদ পাটোয়ারী বলেন, ‘মুজিববর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। বৃদ্ধ, নারী, প্রবাসীসহ অন্যরা যাতে থানায় সহজে নিজেদের সেবা পেতে পারেন।’

গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’ এ সময় সিলেটের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।