বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস)’র সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’র উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জিআইএফএস এর চীফ অপারেটিং অফিসার মি. স্টিভ ভিসচার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

কানাডার জিআইএফএস থেকে আগত এ প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে মোট চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। জিআইএফএস এর ডেভ ¯েœইডার, প্রফেসর ড. এঞ্জেলা বেডার্ড হাউগন, প্রফেসর ড. লিওন কোচিন এবং ড. রেক্স ডাব্লিউ. নিউ ক্রিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি, গবেষণা সাফল্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, অধ্যাপকবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রভোস্টগণ, প্রক্টর ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।