নোভেল করোনাভাইরাস এবার ঢুকে পড়ল ব্রিটেনের রাজপ্রাসাদেও। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠপুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ৭১ বয়সী প্রিন্স চার্লস। আজ বুধবার রাজ পরিবারের বাসভবন ক্লারেন্স হাউজ থেকে চার্লসের করোনাভাইরাস টেস্টে পজিটিভ এসেছে বলে নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে ক্লারেন্স হাউজ জানিয়েছে, চার্লসের শরীরে করোনাভাইরাস সংক্রমিত রোগের লক্ষণগুলো হালকা। ভালো হওয়ার উদ্দেশ্যে এখন থেকে তিনি সামনের কিছু দিন বাসা থেকেই কাজ করবেন। চার্লসের করোনাভাইরাস ধরা পড়লেও তার ৭২ বয়সী স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার ধরা পড়েনি। তারা এখন স্কটল্যান্ডের সেলফ আইসোলেশনে আছেন। এই মাসের শুরুতে চার্লস মোনাকোর প্রিন্স আলবার্টের সঙ্গে দেখা করেছিলেন, পরবর্তীতে আলবার্টের দেহে করোনাভাইরাস ধরা পড়ে।