গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন। তার নাম আব্দুল গফুর (৭৫)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার সাকাইহাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার জাহানারা বেগম জানান, এ কারাগারে বন্দি যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল গফুর মঙ্গলবার মধ্যরাতে (১১টার দিকে) শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে ১১টা ৫০মিনিটের দিকে মৃত ঘোষণা করেন। তিনি ব্রঙ্কাল এজমার রোগী ছিলেন।

তিনি আরো জানান, গাজীপুরের টঙ্গী থানায় থানায় দায়ের করা ১৯৯৭ সালের একটি শিশু ও নারী নির্যাতন আইনের মামলায় [নং- ১৫(৬)৯৭] আদালত ২০০০ সালের ১৬ জানুয়ারি আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। তাকে ২০০৪ সালের ১৬ মে রংপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২তে স্থানান্তর করা হয়েছিল।