যখন বিশ্ব মহামারি করোনা ভাইরাস আতংকের মধ্যেই বান্দরবানের লামা উপজেলা শহরের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের তালা ভেঙ্গে সাড়ে ৭ ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপার অলংকার নিয়ে যায়।

শুক্রবার দিনগত রাতের কোন এক সময় শহরের প্রধান সড়ক সংলগ্ন রাজেস জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার (২৮মার্চ) সকালে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক শশ বিন্দু ধর জানায়,গভীর রাতে চোরেরা লোহার গ্রিলের তিনটি তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানের ভিতরে শোকেইসে থাকা স্বর্ণের ৬টি লকেট, ৮টি আংটি, ৩টি চেইন, স্বর্ণের টুকরা ২টি, ১ জোড়া কানের দুল ও ৩০ ভরি রুপা নিয়ে যায় চোরেরা। চুরি হয়ে যাওয়া স্বর্ণালংকারের বর্তমান মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে। তিনি আরো বলেন, চোরেরা দোকানের ভিতর লকারটিও খোলার চেষ্টা করে ব্যর্থ হয়।

শহরের অনন্যা দোকানের মালিক’রা অাতংক অবস্হায় লক্ষ লক্ষ টাকার মালামল দোকানে রেখে বাড়ীতে সরকারি নির্দেশনায় মহামারি করোনা ভাইরাসের কারণে লক ডাউন পালন করতে হচ্ছে। তাই প্রশাসনের সু দৃস্টি কামনা করছে শহরে রাত্রে নিরাপত্তা জোরদার করার জন্য।।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বপন কর্মকার লামা, বান্দরবান প্রতিনিধি