করোনার মহামারীর দিনে দিল্লির নিজামুদ্দিন মসজিদে তবলিগ জামাতের একটি জমায়েতে অংশ নেওয়া মুসল্লিরা এখন বড় ঝুঁকির কারণ হয়ে উঠেছেন। সেখানে অংশ নেওয়া ৭৬০০ ভারতীয় ও ১৩০০ বিদেশিকে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯ হাজার লোক ঝুঁকির মধ্যে রয়েছেন। বেশ কয়েক জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার ওই সমাবেশকে করোনা ভাইরাসের ‘হটস্পট’ বলে বর্ণনা করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ এপ্রিল পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা গেছে, ওই বিদেশিদের মধ্যে ১ হাজার ৫১ জন কোয়ারেন্টিনে আছেন, ২১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং দুই জন মারা গেছেন।