মাদারীপুর রাজৈর উপজেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় রবিবার উপজেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। লকডাউন চলাকালীন সময় ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে। তবে ঔষধের দোকান ছাড়া সকল দোকানপাট লকডাউন ঘেষনা। রাজৈর পৌর মেয়র শামিম ও কাউন্সিলর বাবলু বাঘা হ্যান্ড মাইকিং দিয়ে হাট-বাজর ঘুরে ঘুরে লকডাউনের কথা প্রচার করছে।

সরোজমিনে দেখা যায়, জেলা প্রশাসরে পক্ষ থেকে লকডাউন ঘোষণা করার পর রবিবার ও সোমবার (১৩ এপ্রিল) রাজৈর পৌর সভার মেয়র শামিম নেওয়াজ পায়ে হেটে,কখনো ভ্যানে চড়ে ও মোটরসাইকেল চড়ে রাজৈর বাজার,থানার মোড়,টেকেরহাট বন্দরে বাসস্ট্যান্ড কাঁচা বাজার,মহাজনপট্টি, মাছ বাজার,শংকরদীসহ বিভিন্ন স্থানে লকডাউন ও জনগণের জন্য সচেতনামুলক মাইকিং কওে যাচ্ছেন ।
পৌর মেয়র শামিম নেওয়াজ আরো বলেন, কাঁচা বাজার ও মাঁছ বাজার আগামীকাল থেকে টেকেরাহট মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে শিমুল তলা পর্যন্ত। এছাড়াও একজনের থেকে আরেকজন ৩ ফুট দূরত্বে থাকবেন । এক একটি দোকানের ১০ ফুটের বেশি দূরত্ব থাকবে। ঘরে থাকুন অপ্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেন না ।

সাবরীন জেরীন,মাদারীপুর।