প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৫১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে যুক্তরাজ্যে এ ভাইরাসে মৃতের সংখ্যা এখন ১৯ হাজার ৪৯৯। শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবিসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, নতুন যারা মারা গেছে তাদের বয়স ৪০ থেকে ১০২ বছরের মধ্যে। তবে মৃতদের মধ্যে ৩৪ জনের শারীরিক অবস্থা খারাপ ছিল না।

যুক্তরাজ্যের ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার পৃথকভাবে হালনাগাদ তথ্য দিয়ে এই খবর জাননোর পরপরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে নতুন করে মৃত ও আক্রান্তের হিসাব প্রকাশ করে। তবে গতকালের ৬১৬ এর তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে ২৪ শতাংশ।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে মহামারি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৪০ হাজারের বেশি।