বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে গত ১৬ মে একদিনে পুলিশের সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন।

আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫ হাজার ৮৩১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৭৭৭ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২ হাজার ১২২ জন সদস্য করোনা থেকে সুস্থ হয়েছেন।

অপরদিকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ১৭ জন সদস্য করোনায় মারা গেছেন। তাদের মধ্যে আজ মারা যান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) কনস্টেবল মামুন উদ্দিন (২৭)। তিনি সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মামুনের বাড়ি ফেনী জেলার পশুরাম থানার কালিকাপুর গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।