যুক্তরাজ্যে আগামী ৪ জানুয়ারি থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ শুরু হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই অক্সফোর্ডের গবেষক ও ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন যুক্তরাজ্যে অনুমোদন পেতে পারে। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানায় রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের ২০ লাখ মানুষের কাছে অক্সফোর্ড কিংবা ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ পৌঁছে যাবে। ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনটি ইতিমধ্যেই যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ২২ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭০ হাজার ৫১৩ জন।

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ তৈরি করা হয়েছে এবং মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাজ্য সরকার ১০ কোটি ভ্যাকসিনের চাহিদা জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে। আগামী মার্চ মাসের মধ্যে যত বেশি মানুষের কাছে সম্ভব এই ভ্যাকসিন পৌঁছে দিতে চায় যুক্তরাজ্য সরকার।