ক্রীড়া ডেস্ক :

সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিক নড় স্কোরের দিকেই হাটছিল। কি্ন্তু স্পিনার তাইজুল আটকে দিলেন। আগের দিন টেস্টর ১ম দিনের ২৭৮/৫ স্কোর নিয়ে হোটেলে ফেরা স্বাগতিকদের আজ দিনের দ্বিতীয় ঘন্টাতে অতিথি দল ব্যাকফুটে ঢেলে দিয়েছে। দ্তিীয় দিনে  স্বাগতিকরা ১১৩ রান যোগ করে। ৩০০ রানে ৬ষ্ঠ আর ৩৮০ রানের মাথায় ৭ম উইকেটের পতন ঘটে।

২৭১/৫ উইকেটে থাক স্বাগতিকরা আজ ক্যালি আর মুলদারের ৬ষ্ঠ জুটিতে  ভর দিয়ে ৩ রানে কোটা ছূঁয়ে ফেলে। আগের দিন  ১০ রানের থাকা ক্যালিকে ২২ খালেদ বোল্ড করেন আর আজ তাইজুল ৩৩ রানে থাকা মুলদারকে বোল্ড করেনে।

এই রিপের্ট লেখা পর্যন্ত ৫৫ রানে মহারাজ আর ১ রানে হারমার অপরাজিত আছেন। দলীয়  স্কোর ৩৮৪/৭।