ক্রীড়া প্রতিবেদক :

দীর্ঘ ২৫ বছর পর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (এনসিসি) শিরোপা জিতেছে সিলেট জেলা। কক্সবাজারের ভেন্যুতে টুর্নামেন্টের ৪০তম আসরের ফাইনাল ম্যাচে রাজশাহী জেলাকে দুই উইকেটে হারিয়ে চতুর্থ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (এনসিসি) শিরোপা জিতেছে সিলেট।

১৯৭৪-৭৫ ক্রিকেট মৌসুমে ১৯৮২-৮৩ মৌসুমে সিলেট জেলা প্রথম বার জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে। এরপর লম্বা বিরতি দিয়ে সিলেট জেলা এনসিসিতে সাফল্য ফিরে পেয়েছে ১৯৯৪-১৯৯৫ সালে।

এবার ২০২২ সালে নিজেদের ৪র্থ শিরোপা জয়ের ম্যাচে ৮ নম্বর ব্যাটসম্যান আবু বক্কর ৭৯ বলে অপরাজিত ৯৭ রান করে সিলেটের নায়ক ছিলেন। এবং ফাইনালের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। জয়ের জন্য ২৭১ রান তাড়া করতে নেমে সিলেট ৬ উইকেটে ৯৫ রানের লড়াইয়ে আবু বক্কর ব্যাট করতে নামেন এবং তার দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

সিলেটের আসাদুল্লাহ আল গালিব, যিনি ছয় ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিসহ ২৯১ রান করেছেন এবং দুই উইকেটও পেয়েছেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম।