চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসকে ইউক্রেন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সোমবার দুই নেতার মধ্যে এক ভিডিও টেলিফোন আলাপে শি জিনপিং এই সতর্কবার্তা দেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শি জিনপিং জার্মান চ্যান্সেলরকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন বিষয়ে সতর্ক করেছে। শি জিনপিং বলেন, ইউক্রেনে সংঘাতের তীব্রতা যাতে বৃদ্ধি না পায় বা প্রসারিত না হয়, তার জন্য সকল ধরনের প্রচেষ্টা নিতে হবে। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং জার্মানিকে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গার্ডিয়ানের খবর অনুসারে, রাশিয়া ইউক্রেনে অভিযানের ন্যায্যতা প্রতিপন্ন করতে ‘অবিভাজ্য নিরাপত্তা’ নীতি নামে এই অস্পষ্ট অথচ ব্যাপক ফ্রেমওয়ার্ক উত্থাপন করেছে।