আগামী ১৬ হতে ২১ মে ২০২২ পর্যন্ত ফ্রান্সের নরম্যান্ডিতে ১৯তম সামার স্কুল গেমস ২০২২ অনুষ্ঠিত হবে। গেমসের আরচ্যারী ডিসিপ্লিনে দেশের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহায়তায় এবং বিকেএসপি’র অর্থায়নে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দল (১জন প্রশিক্ষক, ৩জন রিকার্ভ পুরুষ, ১জন রিকার্ভ মহিলা, ১জন কম্পাউন্ড পুরুষ ও ১জন কম্পাউন্ড মহিলা আরচ্যার) অংশগ্রহণ করবে।

বাংলাদেশ দল আগামীকাল ১৪ মে শনিবার এ্যামিরেট্স এয়ারলাইনস যোগে ঢাকা ত্যাগ করবে। গেমসের আরচ্যারী ডিসিপ্লিনের অফিসিয়াল প্র্যাকটিস, ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন ও টেকনিক্যাল মিটিং ১৬ মে ২০২২ এবং কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা ১৭ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।

৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দলের নামের তালিকা :(১) মো: নূরে আলম- প্রশিক্ষক, (২) মো: মিশাদ প্রধান- আরচ্যার, রিকার্ভ-পুরুষ, (৩) মো: সাগর ইসলাম, আরচ্যার, রিকার্ভ-পুরুষ, (৪) মো: রাকিব মিয়া- আরচ্যার, রিকার্ভ-পুরুষ, (৫) ফামিদা সুলতানা নিশা-আরচ্যার, রিকার্ভ-মহিলা, (৬) মো: আসিফ মাহমুদ-আরচ্যার, কম্পাউন্ড-পুরুষ এবং (৭) পুস্পিতা জামান-আরচ্যার, কম্পাউন্ড-মহিলা।